আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের বকশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ মাগরিব বকশিপুর গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদার হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবদুল সালাম সভাপতিত্ব করেন, বকশিপুর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ আলী, দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা জুনায়েদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বড্ডু, ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ হাসান শুভ, ছাত্রদল সভাপতি ইমরান, ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি নাজমুল হোসাইন, আকছেদুর রহমান জনি, সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি- ছাত্রদলের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



