আলমডাঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ কাজ বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গা অফিস 

আদালতের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করা বন্ধের দাবীতে আলমডাঙ্গায় সাস্তরী খাতুন নামের এক বৃদ্ধা সংবাদ সম্মেলন করেছে। সোমবার তিনি সাংবাদিকদের কাছে উপস্থিত হয়ে এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত সংবাদ সম্মেলেন তিনি উল্লেখ করেন, আলমডাঙ্গার ৭১ নং কামালপুর মৌজায় সিএস ২০৯ ও আরএস ৪১ খতিয়ানের হাল ৭৬৩ দাগে তিনি ওয়ারেস সুত্র ৩৭:শতক জমি প্রাপ্ত হন। সাবেক ৬৭৫ দাগে ৭২ শতক জমির স্থলে আরএস ৭৬১ দাগ হওয়ায় সত্ত্বেও উক্ত ৭৬১ দাগটি রেকর্ড ভুক্ত না হয়ে ভুলক্রমে ৭৮৬ দাগে রেকর্ড ভুক্ত হয়ে যায়। ভুল রেকর্ডের মাধ্যমে আহম্মদ আলী গং উক্ত জমি খারিজ করে নেন। যে কারণে তিনি আদালতে মামলা দায়ের করেন। মামলাটি এখনও  চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, উক্ত জমি আহম্মদ আলী গং বিক্রির জন্য আব্দুল হাই এর নিকট বায়নানামা করেন। বায়নাকারী আব্দুল হাই মামলা চলমান জমি বায়না করেই নির্মাণ কাজ শুরু করলে তিনি আদালতের শরনাপন্ন হন। আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয়পক্ষকে নালিশী জমিতে না যাওয়া ও কোন কার্যক্রম না করার জন্য নির্দেশ প্রদান করেন।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আব্দুল হাই উল্লেখিত জমিতে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে তিনি দাবী করেন। ভুক্তভোগী বৃদ্ধা সাস্তরী খাতুন সংবাদ সম্মেলনের মাধ্যমে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ও আদালতের আদেশ পালনে প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবী জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *