আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গার আনন্দধাম ক্যানেলপাড়ার ভাই-বোন বিস্কুট ফ্যাক্টরির একটি মেশিনে জড়িয়ে পড়ে শিশুশ্রমিক সোহানের করুণ মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু সোহান (১৪) নীলফামারীর সৈয়দপুর উপজেলার চেয়ারম্যানপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সে বেশ কিছুদিন ধরে আলমডাঙ্গা উপজেলার হাউসপুর ক্যানেলপাড়ায় অবস্থিত মৃত আব্দুল মান্নানের ছেলে নাসির আলীর ভাই-বোন বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করে আসছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে অসাবধানতাবশত ময়দা খামির করার একটি মেশিনে জড়িয়ে পড়ে সোহান। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত সোহানের মামাতো ভাই আদর আলি বলেন, গত দুই মাস হল আমরা চেয়ারম্যানপাড়া আলমডাঙ্গায় কাজে এসেছি। ময়দার খামিড় মাখানো মেসিনে ছুরি দিয়ে খামিরের দলা ছুড়িয়ে দিতে গেলে মেসিনে হাত আটকে যায় সোহানের। আমরা সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিই। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়ে গেছে।
কারখানায় মালিক নাশির উদ্দিন বলেন- দক্ষ শ্রমিক হিসেবে তাদের বয়স অল্প হলেও কাজে নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে মেসিনে হাত আটকে পড়ে গলা কেটে যায় এবং তার মৃত্যু হয়।
আলমডাঙ্গায় ফ্যাক্টরির মেশিনে জড়িয়ে শিশুশ্রমিকের মর্মান্তিক মৃত্যু



