জীবননগর অফিস
জীবননগরে অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিন বিঘা ধান সহ বিচুলি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রবিবার রাত আনুমানিক পৌনে ১টায় উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, যাদবপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মহিদুল ইসলাম ( ৪৫) একই গ্রামের মৃত গোলাম মন্ডলের পুত্র। সামান্য কিছু চাষাবাদ করে সে তার সংসার চালায়। এবছর তিনি ধারদেনা করে চার বিঘা জমিতে ধান চাষ করে। আশা ছিল ধান বিক্রি করে সব পাওনা মিটিয়ে দেবে। এরপর সে মাঠ থেকে ধান কেটে বাড়ির সামনে চার বিঘা ধানের চারটি গাদা দেয়। পরবর্তীতে শনিবার রাত আনুমানিক ১ টার দিকে সে ধানের গাদায় আগুন দেখতে পায়। তারপর সে দ্রুত ছুটে আসে এবং তার আত্মচিৎকার এলাকার লোক আসলে সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করে এছাড়াও এ সময় জীবননগর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এরপর ফায়ার সার্ভিস এসে রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। চার বিঘা ধানের মধ্যে তিন বিঘা ধান সহ বিচুলী সম্পূর্ণ পড়ে ছাই হয়ে যায়।
আর এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক মহিদুল ইসলাম বলেন, আমি অনেক কষ্ট করে এ বছর চার বিঘা ধান চাষ করেছি। আশা ছিল ধানগুলো বিক্রি করে সব দেনা পরিশোধ করব। কিন্তু শত্রুতামূলক কে বা কারা আমার এই ধানের গাদায় আগুন লাগিয়ে দেয়। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম।
জীবননগর ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই এরপর আমরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি। প্রাথমিকভাবে শত্রুতামূলক ভাবে কেউ আগুন ধরিয়ে দিতে পারে বলে মনে হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) রিপন কুমার দাস জানান, আমরা আগুন লাগার ঘটনাটি শুনেছি। বিষয়টি দুঃখ জনক। তবে এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। থানায় অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।


