আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের পাগলা পাড়ায় রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর কৃষক আনিসুজ্জামান। রাত আনুমানিক ১০টার দিকে তার বাড়ির রান্নাঘর দিক থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে রান্নাঘর, গোয়ালঘর ও বসতঘরের গুরুত্বপূর্ণ অংশে।
স্থানীয়রা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কিছুই বের করে আনার সুযোগ হয়নি। আগুনে গোয়ালঘরে থাকা একটি গরু পুড়ে মারা যায়—যা পরিবারের জন্য সবচেয়ে বড় আর্থিক ক্ষতি। এছাড়া পঞ্চাশটি দেশি মুরগি, ধান, চাল, গম, ভুট্টা, আসবাবপত্র, টিনসহ ঘরের প্রায় সব মালামালই পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে জানা গেছে, অগ্নিকাণ্ডে আনিসুজ্জামান পরিবারের দুই থেকে আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো পাড়া। খবর পেয়ে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। তিনি প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়ে অগ্নিকাণ্ডে প্রাণী ও সম্পদের এমন ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেন। দৈনিক আয়ের ওপর নির্ভরশীল হওয়ায় আগুনে ঘরবাড়ি, খাদ্যশস্য, গরু-মুরগি সব হারিয়ে এখন পরিবারটি সম্পূর্ণ দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছে। স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি ভিত্তিতে সরকারি-বেসরকারি সহায়তা প্রদান অত্যন্ত প্রয়োজন, যাতে তারা পুনরায় ঘরবাড়ি গড়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
ভাংবাড়ীয়ায় অগ্নিকাণ্ডে দিনমজুর আনিসুজ্জামানের সর্বস্ব পুড়ে ছাই



