আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মাসিক রুকন বৈঠক ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ছয়টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন বিভাগের পরিচালক শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপু। তিনি বলেন, নিয়মিত কুরআন-হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে দাওয়াতি তৎপরতা আরও জোরদার করতে হবে। পাশাপাশি আসন্ন নির্বাচনে ব্যাপক গণসংযোগ ও মাঠপর্যায়ের সংগঠনশক্তি বৃদ্ধি করার তাগিদ দেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম এবং আলমডাঙ্গা উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার। সভা পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি ও নির্বাচন বিভাগের পরিচালক মামুন রেজা। বৈঠকে সংগঠন ও নির্বাচনী কার্যক্রমের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় এবং মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়।



