আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ মাগরিব হারদী বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন বিএনপির নেতা তারজিল খান ডিকো, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জেড এম তৌফিক খান, কৃষক দলের সভাপতি আজাদ হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজু, যুবদল নেতা সাইদুল ইসলাম এলেমসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ দলীয় ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।



