স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা রেলপাড়ার মালিক ইসতিয়াক মাহমুদ তাপস ইন্তেকাল করেছেন। গত শুক্রবার দিবাগত রাত ১২ টায় রাজধানী ঢাকায় তিনি ইন্তেকাল করেন। গতকাল শনিবার বাদ জোহর রেলপাড়া জান্নাতুল বাকী জামে মসজিদে নামাজে জানাযা শেষে মায়ের কবরে দাফন কাজ সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিকে, আজ রোববার বাদ আছর রেলপাড়ার জান্নাতুল বাকী জামে মসজিদে মালিক ইসতিয়াক মাহমুদ তাপসের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার মরহুম মালিক আনিসুল কাদির ও মরহুম হোসনে আরা’র ছোট ছেলে মালিক ইসতিয়াক মাহমুদ তাপস রাজধানী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এসএসসি ১৯৮৩ ব্যাচের ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুরা। মরহুমের নামাজে জানাজায় চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, পরিচালক নাসির আহাদ জোয়ার্দ্দার, সাংবাদিক অ্যাড. রফিকুল ইসলাম, নাজমুল হক স্বপন, কামাল উদ্দিন জোয়ার্দ্দার ও রুবাইত বিন আজাদ সুস্তি, ১৯৮৩ ব্যাচের বন্ধুরা, আত্মীয়-স্বজন ও স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন।



