স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য মরহুম সাজ্জাদ হোসেন রকি এবং ডিসি অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী মরহুম জহুরুল ইসলামসহ দক্ষিণ হাসপাতালপাড়ার মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আছর শহরের দক্ষিণ হাসপাতালপাড়ায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন বায়তুল মামুর জামে মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মো. আব্দুল মজিদ। এসময় শান্তিপাড়া রাশেদ আল আসরি জামে মসজিদের পেশ ইমাম মুফতি ইকবাল হোসেন ও বায়তুস সুজুক জামে মসজিদের পেশ ইমাম আলোচক হিসেবে বক্তব্য রাখেন। দোয়া ও মিলাদ মাহফিলে মরহুম সাজ্জাদ হোসেন রকির পিতা অ্যাড. সোহরাব হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান অ্যাড. আশরাফ আলী, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মানি খন্দকার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালিতা , সাংবাদিক সমিতির সাবেক সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাবেক সেক্রেটারী হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, জেলা দোকান মালিক সমিতির আহবায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সিনিয়র আইনজীবী কামরুল আরেফিন, মইন উদ্দিন মইনুল, কাইজার হোসেন জোয়ার্দ্দার, ইমতিয়াজ হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জালাল, সাংবাদিক এমএম আলাউদ্দিন ও সাবেক শিক্ষা অফিসার আফিল উদ্দিনসহ স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।



