চুয়াডাঙ্গা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাব মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি। সভার শুরুতে প্রয়াত সদস্য ও দাতা সদস্যদের আত্মার শান্তির জন্য ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাব সদস্য এফএ আলমগীর। পরে পূর্বের সভার কার্যবিবরণী পাঠ করেন দপ্তর সম্পাদক আবুল হাশেম। সকল সদস্যের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ তার প্রতিবেদন পাঠ করেন এবং সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়। এসময় অর্থ সম্পাদক আতিয়ার রহমান বার্ষিক আয় ব্যয়ের হিসাব পাঠ করেন এবং তা অনুমোদিত হয়।

পরে প্রেসক্লাব নির্বাচন পরিচালনা কমিটি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া আগামী ২৭ ডিসেম্বর শনিবার নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সিনিয়র সদস্য মাহাতাব উদ্দীন, আজাদ মালিতা, নাজমুল হক স্বপন, সরদার আল আমিন, শেখ সেলিম ও রিফাত রহমান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দপ্তর সম্পাদক আবুল হাশেম, সাংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জহির রায়হান সোহাগ, সদস্য হুসাইন মালিক, আজাদ হোসেন, মফিজ উদ্দীন জোয়ার্দার, খাইরুজ্জামান সেতু, মাহফুজ মামুন প্রমুখ।

সভায় প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি বলেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ঐতিহ্য ও গৌরব ধরে রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *