চুয়াডাঙ্গার গড়াইটুপিতে নির্বাচনী পথসভায় জেলা জামায়াতের আমীর রুহুল আমিন

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রুহুল আমিন। গতকাল শনিবার বিকালে গড়াইটুপি ইউনিয়নের কলাগাছি ও গড়াইটুপি গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে তিনি গণসংযোগ করেন। মাগরিবের নামাজ পর গড়াইটুপি বাজারে নির্বাচনী পথসভায় সভায় বক্তব্য রাখেন।

নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, আমাদের রাজনৈতিক স্লোগান মানবতার কল্যাণ করা। আমরা ক্ষমতায় গেলেও মানুষের কল্যাণ করতে চাই না গেলেও মানুষের কল্যান করতে চাই। আপনারা খেয়াল করে দেখেছেন বিভিন্ন জায়গায় মসজিদ বানানোর জন্য, টিউবওয়েল বসানোর জন্য, ওজুখানা তৈরি করার জন্য, এতিমদের খাদ্য দেওয়ার জন্য বিভিন্ন মানুষের উপকারের জন্য আমরা একটা প্রজেক্ট তৈরি করি। আমরা এভাবে মানুষের পাশে থাকতে চাই। মানবতার কল্যাণের জন্য আমরা কাজ করে যেতে চাই। ৫ তারিখের আগেও আমরা যেমন ছিলাম এখনো তেমনই আছি। আমরা পেশা পাল্টিয়ে ফেলিনী। কারণ আমরা রাজনীতিটা অর্থ কামায়ের হাতিয়ার হিসেবে নিতে চাইনি। কারণ আমরা রাজনীতি করি দেশের জন্য, মানুষের জন্য। নিজের পেট ভরানোর জন্য আমরা রাজনীতি করিনা। এখন রাজনীতি পুলিশের দালালি করা, রাস্তায় চাঁদা তোলা, ঠিকাদারের কাছ থেকে টাকা নেওয়া। আমরা এই কালচার পরিবর্তন করতে চাই।

রুহুল আমিন আরো বলেন, দেশের সবাই যে খারাপ কাজ করে সেটা না, কিন্তু কিছু কিছু মানুষের কারণে সবার বদনাম হয়ে যায়। কিন্তু আমি বলতে পারি আমার যারা লোক সবাই মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দূর্নীতিমুক্ত। এই ১৪ মাসে আমাদের ব্যাপারে কেউ বলতে পারেনি যে আমরা খারাপ কাজ করেছি। এইটা আমাদের একটা বড় অর্জন। আমরা খেয়াল করে দেখেছি দেশে একটা রাজনৈতিক কালচার হয়ে গেছে যারা ক্ষমতায় যায়, মসজিদ কমিটি থেকে গোরস্থান কমিটি, রাস্তা-ঘাট সব তাদের নিয়ন্ত্রণে চলে যায়। আর যারা ক্ষমতায় থাকে না তারা শুধু পুলিশের তাড়া খায়। রাজনীতি করার কারণে কাউকে জেল-জুলুমে পাঠানোর জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজি নয়। আপনি যে দলই করেন না কেন জনগণের কল্যাণে কাজ করেন এটাই রাজনীতিবিদের পরিচয়। ৫ই আগস্ট অভ্যুত্থানের পর তরুণরা প্রমাণ করেছে বাংলাদেশ আর কোন বৈষম্য চলবে না, স্বজন প্রীতি চলবে না, চাঁদাবাজি চলবে না, টেন্ডার বাজি চলবে না, আর কোন দুর্নীতি চলবে না, আর কোনো অপকর্ম চলবে না।

নির্বাচনী পথসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা ইউনিট সদস্য আব্দুর রউফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা থানা আমীর রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী আন্দোলনের দর্শনা থানা নায়েবে আমীর জসিম উদ্দিন, গড়াইটুপি ইউনিয়ন আমীর ইউনুস আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন, দর্শনা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আবুল কালাম, দর্শনা থানা কর্ম পরিষদের সদস্য খায়রুল ইসলাম, দর্শনা থানা অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি বিল্লাল হোসেন, গড়াইটুপি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সভাপতি কামাল হোসেন, ৪ নং ওয়ার্ড সভাপতি ডাক্তার সালাউদ্দীন, ৫ নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন রতন ও ৬ নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

পথসভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৭ নং ওয়ার্ড সভাপতি হাফেজ এনামুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন গড়াইটুপি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মশিউর রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *