তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ মাঠে তিনটি বন্যপ্রাণী সুস্থ করে অবমুক্ত করেন পরিবেশবাদী সংগঠন। শুক্রবার দুপুর ১২ টার দিকে তিতুদহ গ্রামের চিত্রা নদীর পাড়ে বন্যপ্রাণী অবমুক্ত করেন। বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে। সেরকম একটি সংগঠন হলো বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ। তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে পরিবেশ, প্রকৃতি ও বন্যপ্রাণী নিয়ে। অবমুক্ত বন্যপ্রাণীরগুলো মধ্যে রয়েছে, একটি কচ্ছপ (ইন্ডিয়ান ফ্ল্যাপশেল কচ্ছপ) একটি তিলা ঘুঘু, ও খুড়ুলে প্যাঁচা।
উপস্থিত ছিলেন, বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যার প্রভাষক ও বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ এর সভাপতি, আহসান হাবীব শিপলু, চুয়াডাঙ্গা সদর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র ভারপ্রাপ্ত বন কর্মকর্তা, একে এম আতা এলাহী, ডা: আলগীর হোসেন, মাহমুদুল হাসান সহকারী উপপরিদর্শক তিতুদহ পুলিশ ফাঁড়ি।
তিতুদহে তিন বন্যপ্রাণী অবমুক্ত



