জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক

জীবননগর অফিস
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া থেকে ৪ মাদক সেবনকারীকে আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাত ৮টার সময় ২টি মোটরসাইকেল সহ তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন, নতুনপাড়া গ্রামের আয়নাল মন্ডলের ছেলে জাহিদ মিয়া(২০), ঝিনাইদহ জেলার খামারাইল গ্রামের আলিনুর ইসলামের ছেলে তুষার হোসেন, দক্ষিণ রামনগর গ্রামের আনছার উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২১) ও একই গ্রামের আয়ুব আলীর ছেলে বিপ্লব হোসেন(২২)।
বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ৫৮ বিজিবির আওতায় নতুনপাড়া বিওপিতে কর্মরত হাবিলদার গোবিন্দকুমার দেবনাথ সঙ্গীয় জোয়ান সহ বৃহস্পতিবার রাতে নতুন পাড়ায় সীমান্তে টহল দিতে থাকে। টহল চলাকালীন সময়ে নতুন পাড়া সীমান্ত পিলার ৬৭ হতে আনুমানিক ৪৫০ গজ দূরে জনৈক জামালের আমবাগানে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *