শিশু সাবা হত্যাকারীদের কোনো ছাড় নয়, দ্রুত বিচার নিষ্পত্তি করা হবে: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ অফিস

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, গত বুধবার (৩ডিসেম্বর) রাতে ঝিনাইদহে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু সাইমা খাতুন সাবা হত্যার বিচার দ্রুত নিষ্পত্তি করা হবে। যারা এই হত্যার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবে, তারা যত ক্ষমতাবানই হোক, কাউকে ছাড় দেয়া হবে না।

গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় ঝিনাইদহ সার্কিট হাউজে নিহত শিশু সাইমা খাতুন সাবা’র পরিবারের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, শিশু সাবা হত্যা মামলায় বিচার প্রক্রিয়ায় কেউ বাধা দিলে তাকেও আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, আমরা আইনি বিচার ব্যবস্থায় বিশ্বাস করি। এজন্যই জুলাই বিপ্লবের পর থেকে দেশে আমরা কোন ক্রস ফায়ারের ঘটনা দেখিনি। আমরা দেশে গুম ও মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ করেছি।

প্রসঙ্গত, গতকাল বুধবার সকালে ঝিনাইদহ শহরের পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের সাড়ে ৩ বছরের কন্যা শিশু সাইমা খাতুন সাবা নিখোঁজ হয়। পরে রাত ৯ টার দিকে প্রতিবেশী শান্তনা খাতুনের ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শান্তনা খাতুনকে আটক করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *