দর্শন অফিস
দর্শনা পৌর এলাকার ১ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে হল্ট চাঁদপুর স্টেশনের পাশে শহীদ রফিক প্লেসে অফিস উদ্বোধন করেন। একটা সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াত মনোনয়ন সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর রুহুল আমিন।
এসময় রুহুল আমিন বলেন, আমরা ভোট চুরি করবো না, কাউকে চুরি করতে দেবো না। সন্ত্রাসী করবো না, কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেবো না। দিনের ভোট রাতে হতে দেবো না এবং কাউকে রাতের ভোট দিতে দেবো না। অতীতে আপনারা যে ধরনের ভোট আয়োজন করেছেন তার জন্য আজ আপনাদের অনুশোচনা আছে। আগামীতে এমন নির্বাচন করবেন যেন জাতি আপনাদের মনে রাখে।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, দর্শনা থানা সেক্রেটারি মাহাবুবুর রহমান টুকু, দর্শনা পৌর আমীর সাহিকুল ইসলাম অপু, ছাত্রশিবিরের পৌর সেক্রেটারি রুমপ হোসেন হৃদয়, যুব বিভাগের সভাপতি তানজিল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।



