স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নে গণসংযোগ, কুশল বিনিময় ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন চুয়াডাঙ্গাু১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
গণসংযোগকালে মাসুদ পারভেজ রাসেল বলেন, জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করে ভয় ভীতি মুক্ত, শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়নের উদ্যোগ নেব। আপনারা যদি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন, তাহলে আলমডাঙ্গার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎুগ্যাসুইন্টারনেট সুবিধা ও তরুণদের কর্মসংস্থান—সব ক্ষেত্রেই যুগোপযোগী উন্নয়ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বায়তুল মাল সম্পাদক কামাল উদ্দিন, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, খাদিমপুর ইউনিয়ন আমীর মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি জিল্লুর রহমান, বায়তুল মাল সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তুহিন আলী, ওলামা পরিষদের মাওলানা আবু রায়হান, ওয়ার্ড সভাপতিবৃন্দসহ ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারি রাফায়েত বিন শোভন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ সেক্রেটারি মাসুদুর রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
খাদিমপুরে জামায়াতের গণসংযোগ ও পথসভায়. অ্যাড. রাসেল



