দর্শনায় জামায়াতের ব্যতিক্রমী আয়োজনে ছাত্র-যুব সমাজের মুখোমুখি প্রার্থী শীর্ষক সেমিনার

দর্শনা অফিস
জামায়াতে ইসলামীর জেলা আমীর ও জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ রুহুল আমিন বলেছেন- কোমলমতি শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানমুখি করার জন্য কার্যকরী ব্যবস্থা করতে চাই। আমরা রাস্ট্র ক্ষমতায় গেলে দর্শনা অথবা দত্তনগর কেন্দ্রীক কৃষি বিশ্ববিদ্যালয় করতে চাই। চুয়াডাঙ্গা-২ আসনে রাস্তাঘাট বর্তমানে খারাপ অবস্থায় আছে আমরা সুযোগ পেলে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণ করবো।  আমাদের যে হাইওয়ে আছে সেটা ফোর লেনে উন্নীত করে যানজট মুক্ত করবো। কৃষকদের জন্য কোল্ডস্টোরেজের ব্যবস্থা করতে চাই। আমাদের অঞ্চলে বিশেষ করে দর্শনায় কোন সরকারী হাসপাতাল নেই, আমরা সুযোগ পেলে চিকিৎসা সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেব। আমরা প্রতি মাসে বয়স্ক ও মুক্তিযোদ্ধাদের কিভাবে স্বাস্থ্য পরীক্ষা করা যায় সে ব্যবস্থা করবো। কিশোর গ্যাং যুবক গ্যাং নামে কোন গ্যাং যেন সমাজে তৈরী না হয়, আমরা তার বন্দোবস্ত করতে চাই। নারীদের ক্ষমতায়নের ব্যাপারে কেন্দ্রীয় জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী যে সমস্ত পেশায় নারীরা স্বাচ্ছন্দবোধ করে সেগুলোর ব্যবস্থা করা হবে। যে সমস্ত কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতি বেশী সেখানে তাদের কর্মঘন্টা কমানো, বেবী কেয়ারের ব্যবস্থা করা, যাতায়াত ব্যবস্থা সহজ করা হবে। আমরা গত বছরে চুয়াডাঙ্গা জেলাতে ১ লাখ গাছ লাগিয়েছিলাম, আমরা ক্ষমতায় গেলে নিজেরা সরকারী কোন গাছ কাটবো না, কাউকে গাছ কাটতেও দেবনা।


গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় দর্শনা পৌর অডিটরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামী আয়োজিত “ছাত্র ও যুব সমাজের  মুখোমুখি প্রার্থী” শীর্ষক ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠানে যুব ও ছাত্রসমাজের প্রতিনিধিদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জামায়াতের চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী রুহুল আমিন। অনুষ্ঠানে স্কুল কলেজের শিক্ষার্থী ছাড়াও প্রায় ৬ শতাধিক যুবক অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান ও ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার সভাপতি সাগর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন  জামায়াতের দর্শনা পৌর আমীর সাহিকুল আলম অপু, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারী হাফেজ আমিরুল ইসলাম, সাবেক জেলা সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সহকারী আব্দুর রহিম, দর্শনা থানা শাখার ইসলামী ছাত্রশিবিরের সভাপতি লোকমান হৃদয়, দামুড়হুদা থানা সভাপতি আল ফাহাদ সবুজ, জীবননগর থানা সভাপতি মোঃ রাসেল আহমেদ, মাজলিসুল মুফাছসিরিনের জেলা সেক্রেটারী মাওলানা আব্দুল খালেক প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মোঃ মাসুম বিল্লাহ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *