স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা খাড়াগোদায় গরুবোঝাই একটি পাওয়ার ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে আক্কাস আলী (৪৫)) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে খাড়াগোদা-ভুলটিয়া সড়কের খাড়াগোদা বাজারের অদুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী।
স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের কয়েকজন গরু ব্যবসায়ী চুয়াডাঙ্গার শিয়ালমারী গরুর হাট থেকে গরু কেনা-বেচা শেষ করে পাওয়ার ট্রলিযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে খাড়াগোদা বাজারের অদূরে পৌছালে পাওয়ার ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। সংঘর্ষে পাওয়ার ট্রলি একটি গর্তে পড়ে যায় এবং গাড়িতে থাকা চালকসহ পাঁচ জন মানুষ এবং তিনটি গরু ছিটকে পড়ে যায়। এ সময় আক্কাস আলী নামের এক ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন এবং গাড়িতে থাকা পাঁচজন আহত হন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে খাড়াগোদা বাজারে নিয়ে আসেন এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
মশিয়ার রহমান নামের স্থানীয় এক ব্যক্তি জানান, হঠাৎ জোরে শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি পাউয়ার টিলার খাদে পড়ে একজন গুরুতর আহত হয়। পরে আমরা লোকজন নিয়ে তার মাথায় পানি দিই। ঘটনাস্থলে একজন নিহত হয়। গাড়িতে থাকা সবাই কমবেশি হালকা চোট পেয়েছেন।
চুয়াডাঙ্গার খাড়াগোদায় গরুবোঝাই পাওয়ারট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় নিহত ১, আহত ৫



