বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলমডাঙ্গার চিৎলায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ইউনিয়নের রুইতনপুর বাজার মোড়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র, বহুমতবাদ, আইনের শাসন ও সাধারণ মানুষের অধিকারের প্রতীক। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের উন্নয়ন, মানুষের জীবনমান, অবকাঠামো থেকে শুরু করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ, কিন্তু দেশের কোটি কোটি মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছে। আমরা বিশ্বাস করি- মানুষের ভালোবাসা, প্রার্থনা ও দোয়ার শক্তিই তাকে আবারো সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনবে।’ ‘আজকের এ দোয়া মাহফিল রাজনৈতিক কর্মসূচি নয়- এটি মানবিক দায়িত্ব, নেতা-কর্মীদের ভালোবাসা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে নিয়ে আমরা কখনোই উদাসীন হতে পারি না। তার প্রতি আমাদের এই প্রার্থনা হলো গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনের অঙ্গীকার।’
তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতেই দেশের পরিবর্তন চাই। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, গণতন্ত্র পুনরুদ্ধার করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা- এটাই আমাদের মূল লক্ষ্য। এ জন্য দলের প্রতিটি কর্মীকে দায়িত্বশীল আচরণ করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, বিভেদ ভুলে একসঙ্গে সামনে এগোতে হবে।’
শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমি চিৎলা ইউনিয়নের নেতা-কর্মীদের ধন্যবাদ জানাই। আপনাদের ত্যাগ, শ্রম ও নিষ্ঠা বিএনপির মূল শক্তি। গ্রাম থেকে শহর- সব জায়গায় আপনাদেরই সংগ্রাম দলকে এগিয়ে নিচ্ছে। দেশের প্রতিটি ঘরে এখন পরিবর্তনের আকাংখা। মানুষ চায় তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হোক, আবারো দেশের হাল ধরুন।’
‘আসুন, সবাই মহান আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করি, যেন বেগম খালেদা জিয়া দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসতে পারেন। আল্লাহর কাছে এটাই আমাদের আন্তরিক প্রার্থনা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, বৃহত্তর খাদিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম টোকন, আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জামাল সাদিক পিণ্টু ও খাদিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস।
আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য ও চিৎলা ইউনিয়ন পরিষদের মেম্বার মিরাজুল ইসলাম বেল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হক মাবুদসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। দোয়া মাহফিল পরিচালনা করেন চিৎলা ইউনিয়ন ওলামা দলের সভাপতি মোজ্জামেল হোসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *