কেডিকে ইউনিয়নে বিএনপির লিফলেট বিতরণ

কেডিকে প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জীবননগর উপজেলার কাশিপুর ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টা থেকে কাশিপুরের কাঁঠালতলা এলাকা থেকে শুরু করে চৌধুরীপাড়া, আংশিক ময়লাপাড়া এলাকার বিভিন্ন বাড়ি, চা দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় দিনমজুরসহ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে দলের অবস্থান তুলে ধরেন নেতাকর্মীরা।
লিফলেটে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সংগ্রাম কমিটির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা-২ আসনের আন্দুলবাড়ীয়া এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করতে বদ্ধপরিকর।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কেডিকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি টিপু সুলতান, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান মন্ডল, সহ-সভাপতি আনেছুর রহমান হাবলু, হাসেম আলী, আল আমিন বিশ্বাস, লান্টু, মাহবুল, মোশাররফ বিশ্বাস, আবুল কাশেমসহ ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *