চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন, দাবি মেনে নেওয়ায় অনুষ্ঠিত হলো পরীক্ষা

স্টাফ রিপোর্টার

দুই দিনের শিক্ষক কর্মবিরতিতে সৃষ্ট জটিলতার অবসান ঘটিয়ে চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অবশেষে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পরীক্ষার আকস্মিক ঘোষণায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দিলে, বিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়।

গতকাল বুধবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আন্দোলনের উদ্দেশ্যে জড়ো হন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, শিক্ষক কর্মবিরতির কারণে তারা পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নিতে পারেননি। তাই হঠাৎ করে পরীক্ষার ঘোষণা দেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং পরীক্ষার পূর্বে তাদের ‘যৌক্তিক দাবিগুলো’ বিবেচনার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

এ ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত পদক্ষেপ নেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অফিস কক্ষে ডেকে নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হয় এবং শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন শিক্ষকরা। কর্তৃপক্ষের আশ্বাসে সন্তুষ্ট হয়ে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে তাদের আন্দোলন স্থগিত করে পরীক্ষার হলে ফিরে যায়।

বেলা ১১টা থেকে বিদ্যালয়টিতে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়। এসময় বিদ্যালয়ের বাইরে উদ্বিগ্ন অভিভাবকেরাও অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুন বলেন, শিক্ষার্থীদের সব দাবি আমরা মেনে নিয়েছি। তাদেরকে পরীক্ষার হলরুমে ফিরে যেতে বলা হলে তারা খুশিমনে ফিরে যায়। স্বাভাবিক নিয়মেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের এই সমঝোতার মধ্য দিয়ে বিদ্যালয় পরিবেশে দ্রুত শান্তি ফিরে আসে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খালেদুর রহমান। তিনি বলেন, সকালে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করা হয়। পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন এবং তাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এতে শিক্ষার্থীরা সন্তুষ্ট হয়ে স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষার হলে ফিরে যায়। পুরো ঘটনাটিতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *