অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ১ নারী আটক, মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ১ নারীকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার বিজিবি অভিযান চালিয়ে তাকে আটক করে। এছাড়া আরো একটি অভিযানে মদ উদ্ধার উদ্ধার করা হয়েছে।

                ৫৮-বিজিবি জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার বেনিপুর বিওপি’র সীমান্ত পিলার-৬২/৫-এস এর নিকট হরিহরনগর গ্রামে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় আসামীবিহীন ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। 

                অপরদিকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহেমপুর শ্যামকুর বিওপি’র সীমান্ত মেইন পিলার-৬০/১০৯-আর এর নিকট মাইলবাড়িয়া গ্রামে হাবিলদার ইমদাদুল হক এর নেতৃত্বে টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টকালে ১ জন (মহিলা) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *