স্টাফ রিপোর্টার
অন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী সকল দলকে পিছনে ফেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজ ফাইনালে উন্নীত হয়েছে। চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ১-০ গোলে নিগার সিদ্দিক কলেজ মুন্সিগঞ্জ কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। সরকারি কলেজের পক্ষে একমাত্র গোলটি করেন দলনায়ক সাইম রহমান।
দ্বিতীয় সেমিফাইনালে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজ গত দুই ম্যাচের মতো গোল উৎসব করেছে। সেমিফাইনালে পৌর ডিগ্রি কলেজ প্রতিপক্ষ বড়সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজকে ৪-১ গোলে পরাজিত করে দ্বিতীয় দল হিসাবে ফাইনালে খেলার গৌরব অর্জন করে। ছোটকা বড় ডিগ্রী কলেজের গোল মেকার নামে পরিচিত ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জীবন সেমিফাইনালেও হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেছে। সব মিলে এই টুর্নামেন্টে জীবনের ব্যক্তিগত গোল সংখ্যা ৯টি। টুর্নামেন্ট ঘোষিত সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের দাবিদার অনেকটাই নিশ্চিত এই খেলোয়াড়ের। জীবনের নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার গোলের সংখ্যা ৩টি। পৌর ডিগ্রী কলেজের পক্ষে সেমিফাইনালে অপর গোলটি করেন খালিদুর রহমান প্রান্ত।
আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে দুপুর আড়াই টায় ফাইনালে মুখোমুখি হবে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজ। চমৎকার খেলে প্রতিপক্ষকে সহজেই পরাস্ত করে ফাইনালে উন্নীত হওয়ায় চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি সাবেক কৃতি অ্যাথলেট মাহমুদুল হক পল্টু সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।
ছেলেদের উৎসাহিত করার জন্য গতকাল মাঠে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজের অধ্যক্ষ আবু নাসির, বড় শলুয়ার নিউ মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামীমা সুলতানা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের টিম ম্যানেজার সবাই অধ্যাপক(ইতিহাস) আবু ইয়াজিদ, সহকারী অধ্যাপক কামরুজ্জামান (টিম ম্যানেজার), সহকারী অধ্যাপক নাজনীন আরা(বাংলা), সহকারী অধ্যাপক হাসিবুল ইসলাম (সমাজবিজ্ঞান), জ্যেষ্ঠ প্রভাষক আব্দুল কুদ্দুস রতন (ইতিহাস), জ্যেষ্ঠ প্রভাষক খশরুজ্জামান, প্রভাষক হেলেনা নাসরিন (অর্থনীতি), সহকারি শিক্ষক আরিফুর রহমান (শারীরিক শিক্ষা), চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজা, চুয়াডাঙ্গা ডিএফের সহ-সভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, সাবেক খেলোয়াড় আব্দুল হান্নান, সাবেক জাতীয় দলের কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটন, সাবেক ফুটবলার বিপুল হাসান হ্যাজী, সাবেক কৃতি ফুটবলার তরিকুল ইসলাম তরু, চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ মালিক সুজন, মাঠে দায়িত্বপ্রাপ্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক আনিসুর রহমান টিপ্পন, সাবেক ফুটবলার নাজমুল হক শান্তি, বাবু মুন্সি, শহিদুল কদর জোয়ার্দ্দার, ক্রীড়া সংগঠক রায়হান উদ্দিন রায়হান সহ বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা গণ।
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ফাইনালে অনুষ্ঠিত হওয়ায় খেলোয়ারদের উৎসাহিত করার জন্য মাঠে উপস্থিত হন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল ইকবাল, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আকরামুল হোসেন সবুজ, সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাসান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন সজল, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন,মুসাব্বির হোসেন মিতুল, তাসিন মাহফুজ রিয়াদ, দপ্তর সম্পাদক ঈশান ইমন ও প্রচার সম্পাদক আতিকুল হক নেওয়াজ প্রমূখ।



