স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগ করেন। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে নাগদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে দলীয় অফিস উদ্বোধন করেন। পরে তিনি খেজুরতলা, জাহাপুর, ভেদামারী ও জোড়গাছা গ্রামের বাজার ও পাড়ামহল্লায় গণসংযোগ ও কুশল বিনিময় করেন। এই কর্মসূচি চলে রাত ৮টা পর্যন্ত।
গণসংযোগকালে তিনি বলেন, রাজনীতি মানে মানুষের সেবা। নাগদহ ইউনিয়নের মানুষ দীর্ঘদিন অবহেলা ও বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ব্যবসায় উন্নয়নই আমার মূল লক্ষ্য। সকলকে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে আহ্বান জানান। কুশল বিনিময়ের সময় স্থানীয়রা তার কাছে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন, রাসেল সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তার এ গণসংযোগে এলাকায় ব্যাপক সাড়া দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারী মোঃ মামুন রেজা, অফিস সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ শফিউজ্জামান মিঠু,নাগদাহ ইউনিয়ন আমীর মোঃ রিপন বিশ্বাস, সেক্রেটারি মোঃ তুহিন আলী, সহকারী সেক্রেটারি মোঃ মারিফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক মোঃ হাফেজ মাসুম বিল্লাহ, চুয়াডাঙ্গা পৌর সভাপতি মোঃ রাব্বি হাসান, নাগদাহ ইউনিয়ন সেক্রেটারি মোঃ সিয়াম আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।



