স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে নির্বচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় তালতলার তেঁতুল তলায় এ নির্বাচনি কর্মী সভা অনুষ্ঠিত হয়। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের সামনে যে নির্বাচন আসছে- এটি শুধু একজন প্রার্থীর জয়ের নির্বাচন নয়, এটি মানুষের অধিকার, ন্যায়-নিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। আজ দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায়। মানুষ চায় তাদের ভোটের অধিকার নিরাপদ থাকুক, চায় এমন একটি রাষ্ট্র, যেখানে ন্যায়বিচার ও সমতা থাকবে। সেই পরিবর্তনের জন্য আমাদের সবাইকে আরও সংগঠিত হতে হবে, আরও সচেতন ও দায়বদ্ধ হতে হবে।
শরীফুজ্জামান শরীফ বলেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ শারীরিকভাবে অসুস্থ। তবুও পুরো জাতি তার জন্য দোয়া করছে, কারণ তিনি জীবনের বড় একটি অংশ মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ব্যয় করেছেন। তারেক রহমান দেশ-বিদেশে যেসব নির্যাতন সহ্য করেছেন- তা এই জাতি ভুলে যায়নি। আমরা চাই একটা মুক্ত পরিবেশ, একটা স্বচ্ছ নির্বাচন, যেখানে জনগণ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে।
কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, সহসভাপতি ইনতাজ আলী, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, ইয়াসিন হাসান কাকন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম ফারুক জোয়ার্দার ও ওজুল হোসেন। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামিম হাসানের সঞ্চালনয় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মশিউর রহমান রানা, গোলাম মোস্তফা বুড়ু, নবীছদ্দীন, জিনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজম আলী প্রমুখ।
চুয়াডাঙ্গার পৌর এলাকায় নির্বাচনী কর্মী সভায় শরীফুজ্জামান শরীফ



