কেডিকে প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জীবননগর উপজেলার কাশিপুর ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টা থেকে কাশিপুর উত্তরপাড়া, মণ্ডলপাড়া, হালদারপাড়া, চৌধুরীপাড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় চায়ের দোকানগুলোতেও জনসম্পৃক্ততা বাড়াতে লিফলেট প্রদান করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতারা ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু এলাকার সন্তান ও একজন ভদ্র, নির্লোভ মানুষ। তাঁর কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। তিনি নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিন অবহেলিত রাস্তাঘাটসহ সামগ্রিক উন্নয়নে কাজ করবেন এবং সব সময় জনগণের পাশে থাকবেন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কেডিকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বজলুল রহমান টুটু, সহ-সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক রফিউল আলিম, জয়েন্ট সেক্রেটারি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, কেডিকে ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান মণ্ডল, সহ-সভাপতি আনেছুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক মিলন শাহ, সহ-সম্পাদক নজরুল ইসলাম, হাসেম আলী, তারিকুল ইসলাম, আলমগীর হোসেন, মিজানুর রহমান সিংহাসহ ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
কেডিকে ইউনিয়নে বিএনপির লিফলেট বিতরণ



