দর্শনা রামনগর ও কুড়ুলগাছিতে নির্বাচনী গণসংযোগকালে রুহুল আমীন

দর্শনা অফিস

দর্শনা রামনগর ও কুড়ুলগাছিতে জামায়াতের  নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত পথসভা ও জনসংযোগ করা হয়। 

জামায়াত  মনোনীত  সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলে সভা-সমাবেশ, পথসভা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। ভোটারদের সাথে কূশল বিনিময়ের পাশাপাশি দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করছেন। 

নির্বাচনী গণসংযোগকালে রুহুল আমীন বলেন, সন্ত্রাস, দূর্নীতি ও অপরাধ মুক্ত দেশ গঠনে আসুন জামায়াতে ইসলামীর পতাকা তলে সমবেত হই। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ ও জাতী গঠনে ভূমিকা রাখি।  

  বুইছিতলা গ্রামে বিভিন্ন বাড়িতে বাড়িতে যেয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান এবং চায়ের দোকানে মুদি দোকানে রাস্তার বিভিন্ন মোড়ে জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করেন 

পথসভায় উপস্থিত  ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক উপজেলা চেয়ারম্যান মাওঃ আজিজুর রহমান, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আব্দুর কাদের, দর্শনা পৌর জামায়াতের আমীর সাহিকুল আলম অপু, সেক্রেটারি শাহরিয়ার হোসেন দবির, প্রচার সম্পাদক আহম্মদ হোসেন বাবু, জামায়াত নেতা বিল্লাল হোসেন, মনিরুল ইসলাম প্রমুখ।।

এছাড়াও  দামুড়হুদা উপজেলা যুব-জামায়াতের সভাপতি হাফেজ মাওঃ আব্দুল খালেক,  দর্শনা পৌর আমীর শাহিকুল আলম অপু, কুড়ুলগাছি ইউনিয়ন আমির মোঃ সদিকিন, ওয়ার্ড সভাপতি ওসমান গনি, জামায়াত কর্মী গোলাম মওলা, আবুজার, মিছবাহুল খালিদ, শিল্পী  মাওঃ মুফতী মতিয়ার রহমান  প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *