সাপাহারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় নওগাঁর সাপাহার উপজেলায় পবিত্র কোরআন খতম এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (০৩ ডিসেম্বর) এশার নামাজের পর উপজেলার স্থানীয় একটি মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সহ-সভাপতি হাফেজ আল আমিন শাহ্ চৌধুরীর উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজক হাফেজ আল আমিন জানান, দেশনেত্রীর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয় এবং বিশেষ মোনাজাত পরিচালিত হয়। তিনি বলেন, “আমরা সবাই মিলে তাঁর সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।”

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। এতে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীসহ ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী অংশ নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *