জীবননগর অফিস
জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্তে ৩ পিস স্বর্ণের বারসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আবু সাঈদ মন্ডল নামে এক বাংলাদেশি স্বর্ণ চোরাকারবারী আটক হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ভারতের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে। আটক আবু সাঈদ মন্ডল (২৫) জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের নতুন মসজিদ পাড়ার নওশের আলীর ছেলে।
সীমান্তের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত ৮টার দিকে ৬-৭ জন বাংলাদেশি স্বর্ণ চোরাকারবারী স্বর্ণের বার নিয়ে হরিহরনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এক পর্যায়ে তারা ভারতের পুটিখালী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের সামনে পড়ে। এসময় বিএসএফ সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে সবাই পালিয়ে আসতে সক্ষম হলেও আবু সাঈদ মন্ডল ৩টি স্বর্ণের বারসহ বিএসএফের হাতে আটক হয়।


