চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন রিফাত আরা

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা সদর উপজেলা নবাগত নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন রিফাত আরা। মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক  ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেনের নিকট যোগদান পত্র জমা দেন রিফাত আরা। জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান শেষে চুয়াডাঙ্গা সদর উপজেলায় উপস্থিত হয়ে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এরপর অফিসিয়াল দায়িত্ব বুঝে নেওয়ার পর  দিনব্যাপী বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী সহ অফিসে আগত সুধীজনের সাথে কুশল বিনিময় করেন।

৩৭ তম বিসিএসএর এই কর্মকর্তা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করে কর্মজীবন শুরু করেন। এরপর রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ মহাদেবপুরের  সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব  পালন করে বিভাগীয় কমিশনারের আস্থাভাজন কর্মকর্তা  মনোনীত হন। সর্বশেষ এই কর্মকর্তা বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আরডিসি হিসেবে সুনামের  সহিত দায়িত্ব পালন করেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা ২০০৭ সালে এসএসসি, ২০০৯ সালে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞানে ভর্তি হন। ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করে ২০১৪ একই বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞানে কৃতিত্বের সাথে  স্নাতকত্তোর ডিগ্রি অর্জন করেন।  রিফাত আরা  ঢাকার মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মো আজিজুর রহমান ও মা রাশিদা আজিজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *