স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার জেহেলা ইউনিয়নে বিএনপির আয়োজনে ধানের শীষের পক্ষে গনসংযোগ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে থেকে রাত ৯টা পর্যন্ত গনসংযোগ ও পথসভা করা হয়। বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এদিন বিকেল সাড়ে চারটায় জেহেলা হাসপাতাল মোড় থেকে গণসংযোগ শুরু করেন। প্রার্থীকে এক নজর দেখতে বাড়িঘর থেকে ছুটে আসে শত শত নারী। কেউ হাতে ফুলের মালা, কেউবা ফুল ছিটিয়ে প্রিয় নেতাকে বরণ করার এক আবেগঘন দৃশ্য।
পথসভায় শরীফুজ্জামান জনতার উদ্দেশে বলেন, ‘এই আলমডাঙ্গার মানুষ আমাকে শুধু রাজনীতিবিদ হিসেবে নয়, আপনাদের সন্তান হিসেবে দেখেন- এটাই আমার সবচেয়ে বড় শক্তি। আজ যেভাবে নারীরা ঘর থেকে বেরিয়ে এসে আমাকে ফুল দিয়ে বরণ করলেন, শিশুরা দৌঁড়ে এসে আমার হাত ধরল- এই ভালোবাসা কোনো রাজনৈতিক স্লোগানের চেয়ে অনেক গভীর, অনেক বড়। এই এলাকার প্রতিটি মানুষের স্বপ্ন, সংগ্রাম আর কষ্ট আমি জানি। বিগত বছরগুলোতে আপনারা অনেক অবহেলা, অবিচার আর বঞ্চনার শিকার হয়েছেন। আপনাদের রাস্তাঘাট, আপনাদের হাটবাজার, আপনাদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা-সবকিছুই আজ উন্নয়ন বঞ্চনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমি কথা দিচ্ছি- এই বঞ্চনার শেষ এখান থেকেই শুরু হবে।
তিনি আরও বলেন, ‘ধানের শীষ কেবল একটি প্রতীক নয়- এটি মানুষের অধিকার ফেরানোর প্রতিশ্রুতি। এই প্রতীক মানে গণতন্ত্রের পুনর্জন্ম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। আমি জেহেলা, মাদারহুদা, রোয়াকুলি, বদরগঞ্জ, মুন্সিগঞ্জের মানুষকে স্পষ্টভাবে বলতে চাই- আপনাদের প্রতিটি ভোট আমাকে নয়, একটি পরিবর্তনের পথকে এগিয়ে দেবে। আলমডাঙ্গার প্রতিটি গ্রাম, প্রতিটি পরিবার যেন উন্নয়ন পায়, যেন সেবা পায়, যেন সুযোগ পায়- এটাই আমার রাজনীতি।’
এসময় শরীফুজ্জামানের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেহালা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেদুজ্জা মিল্টন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান আলা, যুগ্ম সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক স্বরাজ, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, যুগ্ম সম্পাদক গোলাম শাহারিয়া বিপ্লব, সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমেদ, জেলা যুবদলের সদস্য সমশের আলী সমে, যুবদল নেতা আমানুল্লাহ বাবুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সহসভাপতি খন্দকার আরিফ, সহসভাপতি শাহাবুদ্দিন, যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান ফরিদ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ইজাজুল হক, যুবদল নেতা আবিদ হাসান, রাশেদুল ইসলাম রনি, রুবেল মেম্বার, ছাত্রদল নেতা রাজাবুল, সোহাগ, শুভ, মোমিন, জুনায়েদসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।



