স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত অন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্টে চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, মুন্সীগঞ্জ নিগার সিদ্দিক কলেজ ও বড় সলুয়া নিউ ডিগ্রি কলেজ সেমিফাইনালে উন্নীত হয়েছে। দিনব্যাপী চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ ৩-০ গোলে তেতুল শেখ কলেজকে, মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজ ৩-০ গোলে হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজকে, বড় শলুয়া নিউ মডেল ডিগ্রী কলেজ ২-১ গোলে এমএস জোহা ডিগ্রী কলেজকে এবং চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজ ৬-০ গোলে চুয়াডাঙ্গা সরকারি ট্যেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের পক্ষে সাগর ২টি ও তানজিল ১টি গোল করেন। বড় সলুয়া নিউ মডেল ডিগ্রী কলেজের পক্ষে আব্দুর রহমান ও মিরাজুল ইসলাম ১টি করে গোল করেন, নিগার সিদ্দিক কলেজের পক্ষে আতিকুর, রাকিব হাসান ও লিমন মিয়া ১টি করে গোল করে। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের পক্ষে ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জীবন ৩ টি গোল করে টুর্নামেন্টে ডাবল হ্যাটট্রিক করার গৌরব অর্জন করে। নিজেদের প্রথম ম্যাচেও জীবন হ্যাটট্রিক করেছিল। এছাড়া পৌর ডিগ্রি কলেজের পক্ষে খালিদুর রহমান, নাসরুল ও হাবিবুল বাশার ১টি করে গোল করেন।
গতকাল খেলার মাঠে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মাহমুদুল হক পল্টু, গভর্ণিং বডির সদস্য মোকছেদুর রহমান মিলটন, তেতুল সেখ কলেজের গভর্নিং বডির সভাপতি রউফুন নাহার রিনা, পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামীমা সুলতানা, সহকারী অধ্যাপক কামরুজ্জামান, প্রভাষক আব্দুল কুদ্দুস রতন, হারুন অর রশিদ ও আরিফুর রহমান। এমএস জোহা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিয়ামত আলী, তেতুল সেখ কলেজের অধ্যক্ষ মারুফুল হক, নিগার সিদ্দিক কলেজের অধ্যক্ষ আবু নাসির, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবু ইয়াজিদ, তেতুল শেখ কলেজের প্রভাষক গোলাম কিবরিয়া, এনামুল হক, এম এস জোহা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান মিল্টন, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজা, চুয়াডাঙ্গা ডিএফের সহ-সভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, সাবেক খেলোয়াড় আব্দুল হান্নান, সাবেক জাতীয় দলের কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটন, সাবেক ফুটবলার বিপুল হাসান হ্যাজী, সাবেক কৃতি ফুটবলার তরিকুল ইসলাম তরু, চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ মালিক সুজন, মাঠে দায়িত্বপ্রাপ্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক মানি মন্ডলসহ বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষিকাগণ।
গতকালের ম্যাচগুলোতে ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল হক শান্তি, বাবু মুন্সি, শহিদুল কদর জোয়ার্দ্দার ও মুরাদ ফেরদৌস। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজ পরপর দুটি ম্যাচে বড় ব্যবধানে জয়লাভ করে টুর্নামেন্টের সেমিফাইনালে উন্নীত হওয়ায় চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মাহমুদুল হক পল্টু সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।
এছাড়া চুয়াডাঙ্গা সরকারি কলেজ জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হওয়ায় খেলোয়ারদেরকে শুভেচ্ছা জানাতে মাঠে উপস্থিত হন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ বুদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল ইকবাল, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আকরামুল হোসেন সবুজ, সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাসান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন সজল, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন,মুসাব্বির হোসেন মিতুল, তাসিন মাহফুজ রিয়াদ, দপ্তর সম্পাদক ঈশান ইমন ও প্রচার সম্পাদক আতিকুল হক নেওয়াজ প্রমূখ।
গতকালের চারটি ম্যাচে ধারা বিবরণী দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি ও দৈনিক মাথাভাঙ্গার সিনিয়র রিপোর্টার ইসলাম রকিব। গতকালের ম্যাচগুলো পরিচালনা করেন রেজাউল হক রিজু, হাফিজুর রহমান, শফিকুননবী রিয়ান, লিটা হোসেন, একরামুল হক নিপুন, আব্দুস সবুর, রবিউল ইসলাম রবি, আরিফুর রহমান, জুয়েল রানা, পারভেজ হোসেন ও ইমাম হোসেন। আজ সকাল ১০ টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।



