স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কমনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাড. আ.স.ম. আব্দুর রউফের সভাপতিত্বে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের খাদেম হাফেজ মো. খালিদ সাইফুল্লাহ।
এসময় সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, যুগ্ম আহবায়ক মইন উদ্দীন মইনুল, সদস্য সিরাজুল ইসলাম (১), ওয়াহেদুজ্জামান বুলা, মো. বদিউজ্জামান, আব্দুল্লা আল মামুন, খন্দকার অহিদুল আলম ( মানি খšকার ), রুবিনা পারভীন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আহসান আলী, সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুলসহ আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া করা হয়।



