চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মীদের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ে কর্মীদের চাকরিতে বৈষম্য নিরসনে সংশোধিত নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের এক দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকাল থেকে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ সংলগ্ন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।

চুয়াডাঙ্গা পৌর এলাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং সদর উপজেলাধীন  সাতটি ইউনিয়ন  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কল্যাণ কেন্দ্রে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফ ডবি¬উ ভি) পরিবার কল্যাণ সহকারি (এফ ডবি¬উ এ)পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ (এফপিআই ) নিজ নিজ কর্মবিরতি রেখে পূর্ণ দিবস এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে দাবি বাস্তবায়নের পক্ষে  জেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভানেত্রী আফরিন আরা, জেলা পরিবার কল্যাণ সহকারী সমিতির সভানেত্রী আফসানা উদ্দিন ও জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।

আফরিন আরা বলেন, পরিবার পরিকল্পনা পরিদর্শিকারা আন্তর্জাতিক মানের স্বাভাবিক প্রসব সেবা, শিশু সেবা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করে আসছেন। তারপরেও তারা বৈষম্যের শিকার। এজন্য তিনি দশম গ্রেডসহ সংশোধিত নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবি জানান। এছাড়া, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার কল্যাণ পরিদর্শকগণ মানুষের দোরগোডায় পরিবার পরিকল্পনা সেবা পৌছে দিলেও আজও পর্যন্ততাদের কোন নিয়োগবিধি নাই, যা খুবই কষ্টের। অবিলম্বে এই দাবিগুলো মেনে নিতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *