ঝিনাইদহ অফিস
ঝিনাইদহে অডিটে ঘুষ বাণিজ্যের প্রতিবাদে মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের পায়রা চত্বরে বাংলাদেশ বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম ঝিনাইদহ জেলা শাখার উদ্যগে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম কমিটির যুগ্ম সদস্য সচিব প্রোকৌশলী আবুল বাশার, জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম, ফিরোজ আহম্মেদ, ইদ্রিস আলীসহ অন্যান্যরা। এতে সভাপতিত্ব করেন, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান, পরিচালনা করেন সদস্য সচিব ইমরান হোসেন ।
বক্তব্যে বক্তারা বলেন, শিক্ষক আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় এবং ডিআই এর ঘুস বাণিজ্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচী পালনের ঘোষনা দেওয়ায় জোটের সদস্য সচিব অদ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজির প্রতিষ্ঠানে ষড়যন্ত্রমূলকভাবে অডিটের আয়োজন করা হয়। এ ধরনের ষড়যন্ত্রের প্রতিবাদ জানাই। এবং আমরা সরকারের কাছে এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবী জানাচ্ছি
ঝিনাইদহে অডিটে ঘুষ বাণিজ্যের অভিযোগ প্রতিবাদে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন



