দর্শনা অফিস
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দর্শনা শহীদ শাহরিয়ার মুক্তমঞ্চে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দর্শনা পৌর শাখার উদ্যোগে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত এবং পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নাজমুল হাসান বিপ্লবী।
এ সময় উপস্থিত ছিলেন, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির প্রধান হাবিবুর রহমান বুলেট, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মশিউর রহমান। এছাড়াও মাহবুবুল ইসলাম খোকন, লুৎফর রহমান, ইকবাল হোসেন, দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, দর্শনা পৌর যুবদলের সদস্য সচিব জালাল উদ্দিন সহ যুবদল, ছাত্রদল ও কৃষকদলের অন্যান্য নেতাকর্মীরা।
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দর্শনা পৌর যুবদলের দোয়া মাহফিল



