আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা- ২০২৫ বাস্তবায়ন বিষয়ে এক গুরুত্বপূর্ণ সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। প্রধান আলোচক ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার এস. এম. মাহামুদুল হক।
সভায় সার ডিলার নিয়োগ প্রক্রিয়া, যথাসময়ে সার সরবরাহ, কৃষকদের মাঝে সুষম সার বিতরণ, ভুয়া ডিলার প্রতিরোধ এবং সার বাজার স্থিতিশীল রাখতে সমন্বিত নীতিমালার বিভিন্ন দিক বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
এসময় প্রধান আলোচক কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বলেন, কৃষি নির্ভর আলমডাঙ্গা উপজেলায় কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়ায় একমাত্র লক্ষ্য। সরকারি নীতিমালা বাস্তবায়নে সকল ডিলারগন নিয়ম অনুসরণ করে তাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। এছাড়াও একই ব্যক্তির নামে একাধিক ডিলার হিসাবে উপজেলায় ১২টি সার ডিলারশীপ বন্ধ হতে যাচ্ছে বলে জানান। তিনি বলেন বিগত দিনে যা হয়েছে সেসব কথায় না যেয়ে নতুন নীতিমালার আওতায় কোন অনিয়ম হবে না বলে জানিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলার বিসিআইসি, বিএডিসি ডিলারশীপের মালিকগন। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
আলমডাঙ্গায় সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা ২০২৫ বাস্তবায়নে সমন্বিত সভা



