চুয়াডাঙ্গায় ধানের শীষের সমর্থনে গণসংযোগ করলেন সাহিদুজ্জামান টরিক

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় ধানের শীষের সমর্থনে গনসংযোগ করলেন সাহিদুজ্জামান টরিক। গতকাল সোমবার সকাল ১০টায় আইনজীবী সমিতির কার্যালয় থেকে তিনি এ গনসংযোগ শুরু করেন। সাহিদুজ্জামান টরিক চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের বড় ভাই।

উকিল বার প্রাঙ্গণে তার আগমনেই আইনজীবীদের মাঝে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। কারও হাতে ধানের শীষের ব্যানার, কারো হাতে লিফলেট। কেউ এগিয়ে এসে সাহিদুজ্জামান টরিককে শুভেচ্ছা জানান, কেউ হাত বাড়ান কুশল বিনিময়ে। পরে সাহিদুজ্জামান টরিকের সঙ্গে দলীয় নেতা-কর্মীরা রওনা হন কোর্ট মোড়ের দিকে। কেদারগঞ্জের নতুন বাজার এলাকায় পৌঁছাতেই আরও স্পষ্ট হয় জনপ্রিয়তার রঙ। ব্যবসায়ীরা দোকান থেকে বেরিয়ে এসে তার সাথে কথা বলেন। কেউ বলেন, ‘দীর্ঘদিন পর এলাকায় একজন ব্যবসায়ী নেতাকে দেখে ভালো লাগছে।’ কেউ আবার জানতে চান, ‘শরীফ ভাইয়ের প্রচার কেমন চলছে?’ সাহিদুজ্জামান টরিকও সবার প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান। তিনি বলেন ‘আমি ব্যবসায়ী হিসেবে সারাজীবন দেশের বাইরে থেকেছি, কিন্তু হৃদয়ের টান আমাকে বারবার চুয়াডাঙ্গায় ফিরিয়ে আনে। আমার ভাই শরীফ এই এলাকার মানুষের জীবন বদলাতে কাজ করতে চায়। আপনাদের সমর্থন থাকলে চুয়াডাঙ্গা হবে উন্নয়নের নতুন মডেল।’

এসময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ সরোয়ার বাবু, সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম ও জেলা বিএনপির নেতা-কর্মীরা। এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুরের হাজী শামসুজ্জোহা জামি’য়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার সহকারী প্রিন্সিপাল আলহাজ্ব হাফেজ ইনারুল ইসলাম, সহকারী শিক্ষক মুফতি আশিকুল্লাহ, মুফতি আবুজর গিফারি, মুফতি মানসুরুল হক হাফেজ, মুনজুর হক, মাওলানা ইদ্রিসুর রহমান জিহাদিসহ মাদ্রাসার শিক্ষাথীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *