স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় ধানের শীষের লিফলেট বিতরণ করলেন জেলা মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনা। গতকাল সোমবার চুয়াডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া ও মহল্লায় ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা মহিলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেফালী খাতুন, সাধারণ সম্পাদক জাহানারা খাতুন ও সাবেক সাধারণ সম্পাদক রহিমা খাতুন সহ জেলা মহিলা বিএনপির নেতৃবৃন্দ। এদিকে গত রোববার রউফুন নাহার রিনার উদ্যোগে ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার নিজ বাসভবনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।



