আলমডাঙ্গার জেহালায় বিএনপির পথসভায় শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার

আলমডাঙ্গার জেহালাসহ বিভিন্ন গ্রামে ধানের শীষের পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত এ পথসভা অনুষ্ঠিত হয়। ধুনাইগঞ্জ, কৃষ্ণপুর, খুদিয়াখালি, বেতবাড়িয়া, গোবিন্দপুর, গড়গড়ি, ছোট পুটিমারি ও বড় পুটিমারি গ্রামে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রাথী শরীফুজ্জামান শরীফ।

পথসভায় শরীফুজ্জামান বলেন, ‘আপনারা যেভাবে আমাকে ভালোবাসা ও বিশ্বাস দিয়ে বরণ করেছেন, এটা শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, এটা হৃদয়ের সম্পর্ক। আমি এই এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, বরং দায়িত্ব নিচ্ছি। জেহেলা ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, কৃষকের ন্যায্য মূল্য- সবকিছুই আপনাদের সাথে নিয়ে নতুন করে সাজাতে চাই। দীর্ঘদিন ধরে আপনারা উন্নয়ন থেকে বঞ্চিত, অবহেলিত। বারবার প্রতিশ্রুতি পেয়েছেন, কিন্তু বাস্তবায়ন দেখেননি। এবার প্রতিশ্রুতি নয়- পরিবর্তনের বাস্তব পরিকল্পনা নিয়ে আপনাদের সামনে এসেছি।’ ‘আমি চাই- গ্রামের গরিব কৃষক যেন ন্যায্য দামে ধান বিক্রি করতে পারে, তরুণরা যেন চাকরির জন্য শহরে শহরে ঘুরে না মরতে হয়, নারীরা যেন নিরাপদে চলাফেরা করতে পারে। আমাদের প্রতিটি পরিবার যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে- এটাই আমার রাজনীতি। আজ যারা আমাকে ফুলের মালা পরিয়েছেন, শিশুরা দৌঁড়ে এসে আমাকে জড়িয়ে ধরেছে- তাদের ভালোবাসার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারব না। কিন্তু আমি চেষ্টা করব যেন এই এলাকার কেউ অবহেলিত না থাকে।  ‘আগামী নির্বাচনে ধানের শীষে আপনাদের একটিমাত্র ভোট আমাকে নয়- এই এলাকার উন্নয়নকে শক্তিশালী করবে।

এসময় বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামানের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেহালা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেদুজ্জা মিল্টন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান আলা, যুগ্ম সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক স্বরাজ, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল হক টুটুল, যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, যুগ্ম সম্পাদক গোলাম শাহারিয়া বিপ্লব, সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমেদ, জেলা যুবদলের সদস্য সমশের আলী সমে, যুবদল নেতা আমানুল্লাহ বাবুল, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, সহসভাপতি শাহাবুদ্দিন, মক্কি, যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান ফরিদ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ইজাজুল হক, যুবদল নেতা আবিদ হাসান, রাশেদুল ইসলাম রনি, রুবেল মেম্বার, লিপন মেম্বার, ছাত্রদল নেতা রাজাবুল, সোহাগ, শুভ, মোমিন, জুনায়েদসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *