আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের বাড়াদি গ্রামে বিনা লাইসেন্সে জৈবসার উৎপাদন ও বাজারজাত করণের দায়ে দুই প্রতিষ্ঠানের মালিককে সার ব্যবস্থাপনা আইন ৮ হাজর টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা প্রাপ্তরা হলো—বাড়াদি গ্রামের হাফিজুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান এবং ইদ্রিস আলীর ছেলে রকিবুল ইসলাম।
অভিযানে জানা যায়, অনুমোদন ও লাইসেন্স ছাড়াই জৈবসার উৎপাদন, প্যাকেটজাত ও বাজারজাত কার্যক্রম পরিচালনা করছিলেন। আইন লঙ্ঘন নিশ্চিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত উভয়ের কাছ থেকে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আশিষ কুমার বসু । তিনি জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং বাজারে ভেজাল সার প্রতিরোধে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন । তিনি বলেন-জৈবসার অবশ্যই বৈধ লাইসেন্স ও অনুমোদন সাপেক্ষে উৎপাদন করতে হবে। অনুমোদন ছাড়া উৎপাদিত সার কৃষকের জমিতে মারাত্মক ক্ষতি করতে পারে। আমরা চাই নিরাপদ, মানসম্মত ও কৃষকবান্ধব সার বাজারে নিশ্চিত করা। কোনোভাবেই অনিয়ম বরদাশত করা হবে না। এছাড়াও বাড়াদি ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান উপস্থিত ছিলেন। স্থানীয় কৃষকরা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।



