স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সেমবার সকাল ১১ টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং শ্বেত কবুতর অবমুক্তকরণ করে টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,” নিয়মিত খেলা-ধুলায় দেহ মন ভালো থাকে। আর দেহ মন ভালো রাখতে হলে নিয়মিত খেলাধুলার পাশাপাশি পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারও খেতে হবে। আজকে যে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হচ্ছে আমি আশা করবো এখান থেকে ভালো খেলে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে চুয়াডাঙ্গার ফুটবলাররা প্রতিনিধিত্ব করবে”।
চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) মিনহাজুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এনডিসি আলাউদ্দিন আল আজাদ, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মাহমুদুল হক পল্টু, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা সুলতানা, বড় সলুয়া নিউ মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কামরুজ্জামান, বড় সলুয়া নিউ মডেল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মুকিত জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা ডিএফ এর সহ-সভাপতি সাবেক ফুটবলার রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটন, সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু , সোহেল আহমেদ মালিক সুজন, বিপুল হাসান হ্যাজী, বাবু মুন্সী, রায়হান উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, তরিকুল ইসলাম তরু, নাজমুল হক শান্তি, শহিদুল কদর জোয়ার্দ্দার, জুয়েল মাহমুদ প্রমুখ।
সাংবাদিক ইসলাম রকিবের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজা। উদ্বোধনী দিনে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজ ৮-১ গোলে জীবননগর ডিগ্রী কলেজকে পরাজিত করে শুভ সূচনা করে। দিনের অপর খেলায় বড় শলুয়া নিউ মডেল ডিগ্রী কলেজ টাই ব্রেকারে ৪-৩ গোলে আলমডাঙ্গা ডিগ্রী কলেজ কে পরাজিত করে । চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের পক্ষে হ্যাটট্রিক করেন ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জীবন। এছাড়া খালিদুর রহমান প্রান্ত দুটি ও দলীয় অধিনায়ক হাবিবুল বাশার, নাসিরুল ও সিহাব ১টি করে গোল করেন। জীবননগর ডিগ্রী কলেজের পক্ষে একমাত্র গোলটি করেন আব্দুর রহমান।
বড় শলুয়া নিউ মডেল ডিগ্রী কলেজের পক্ষে নির্ধারিত সময়ে সমরসূচক গোলটি করেন ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আব্দুর রহমান এবং সরকারি ডিগ্রী কলেজের পক্ষে গোল করেন রূপক কুমার অর্পণ। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা বিরাজ করায় ফলাফল নিশ্চিত করতে বাই লজ অনুসারে টাই ব্রেকার পদ্ধতির সহায়তা নেয়া হয়। টাই ব্রেকারে বড় ষোল নিউ মডেল ডিগ্রী কলেজ ৪-৩ গোলে আলমডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ কে পরাজিত করে । ৮-০ গোলের বড় ব্যবধানে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজ জয়লাভ করায় পৌর কলেজের গভর্নিং বডির সভাপতি মাহমুদুল হক পল্টু সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। গতকালের ম্যাচটি পরিচালনা করেন হাফিজুর রহমান হাফিজ, শফিকুননবী রিয়ান, লিটা হোসেন ও ইমাম হোসেন।



