স্টাফ রিপোর্টার
সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গাতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করেছে। সোমবার সকাল থেকে শিক্ষকরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান করেই দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন। চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের ব্যানার হাতে এ কর্মসূচি পালন করতে দেখা যায়। উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা থাকলেও তা স্থগিত করে দেওয়া হয়। এতে চরম ভোগান্তি ভোগান্তিতে পড়েছে হাজারো শিক্ষার্থী। গতকাল অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে এসে জানতে পারে তাদের পরীক্ষা স্থগিত করেছে। আজ মঙ্গলবারের পরীক্ষা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের ফেসবুক পেজে স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টায় স্থগিত বিষয়টি জানানো হয়েছে। তবে স্থগিতের বিষয়টি সাধারন শিক্ষার্থীরা জানতে পারেনি। এ কারনে শিক্ষার্থীদের পাশাপাশি অভিবাবকরা উৎকণ্ঠিত হয়ে পড়েছে।
জানা যায়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘদিনের অধিকার ও বঞ্চনার প্রেক্ষিতে চলমান কর্মসুচির অংশ হিসাবে এ কর্মবিরতী পালন করছে শিক্ষকরা। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসুচি পালন করা হচ্ছে। দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ও বেতন-ভাতাসংক্রান্ত চার দফা দাবির বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। কিন্তু তাদের দাবিগুলো না মানায় গতকাল কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষকেরা।
তাদের ৪ দফা দাবিগুলো হলো, সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’-এর গেজেট প্রকাশ, বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা ও সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া এবং ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন-সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।
এ বিষয়ে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক আহসান হাবিব বলেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ঢাকা কেন্দ্রীয় কমিটির কর্মসূচির আলোকে চুয়াডাঙ্গাতেও চার দফা দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালিত হচ্ছে। আজকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা ছিল। সপ্তম শ্রেণির বাংলা দ্বিতীয় পরীক্ষা ছিল। আমাদের এই কর্মবিরতির ফলে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। আমরাও চাই যাতে শিক্ষাঙ্গনে শিক্ষার যথার্থ পরিবেশ ফিরে আসে। শিক্ষার মান উন্নয়নে আমাদের এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। কেন্দ্র থেকে নির্দেশনা না আসা পর্যন্ত আমাদের কর্মসূচি চলতে থাকবে। আমাদের দাবি পূরণ না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি পালিত হবে।
এ সময় আর উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ আহসান হাবীব, মামুনুর রশিদ, সহকারী শিক্ষক মিজানুর রহমান, আসম রাশিদুল হাসান, মোমিনুল ইসলাম খান, মনিরুল ইসলাম, আবুল কালাম আজাদ, নাজিমউদ্দিন, জাকির হোসেন, অনিমেষ কুমার সরকার, কামারুজ্জামান বেল্টু, কামারুজ্জামান, বকুল বিশ্বাস, হামিদুর রহমান, রাশিদুল হক, নাজমুল হক, মিলন আলী, শেখ মেহেদী হাসান, আশরাফুল ইসলাম প্রমুখ।



