চুয়াডাঙ্গায় তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোজচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ছিলো ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। গতকাল সোমবার বেলা ১২ টায় জেলা তথ্য অফিসের আয়োজনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী। অনুষ্ঠানে তরুণদের দ্বারা নতুন বাংলাদেশ গঠনে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেওয়া হয়। এর আগে শুরুতেই কোরআন থেকে তেলোয়াত করা হয়।

আলোচনা সভার  প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, শুধু বয়স অল্প হলেই সে তরুণ, বিষয়টি এমন নয়। একজন বয়সে বৃদ্ধ হতে পারে,  কিন্তু তার কাজে-কর্মে যদি তারুণ্য খুঁজে পাওয়া যায় তাহলে সেই তরুণ হিসেবে বিবেচিত। উন্নত রাষ্ট্র গঠনে তরুণদের ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ। বহির্বিশ্বের অন্যান্য দেশগুলো দক্ষ জনশক্তি দ্বারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছে। সিঙ্গাপুর, ভিয়েতনাম, জাপান ও চীনের মত দেশগুলো ৫০ বছর আগে আমাদের মতই ছিল। কিন্তু তারা বর্তমানে নিজেদেরকে উন্নত করতে সক্ষম হয়েছে। বর্তমানে জাপান বাংলাদেশ থেকে এক লক্ষ জনবল নেওয়ার ইচ্ছা পোষণ করেছে। বাংলাদেশের তরুনেরা সঠিকভাবে নিজেদের তৈরী করতে পারলে তারাও উন্নতির শিখরে পৌঁছাতে পারবে। প্রত্যেকটি তরুণকে পরিশ্রমী ও দক্ষ হতে হবে। শিক্ষিত ও দক্ষ তরুণ দ্বারাই নতুন বাংলাদেশ গঠন সম্ভব।

অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী বলেন, সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণদের অবদান রাখতে হবে। তরুণদের যথেষ্ট ইচ্ছা শক্তি ও প্রবল মনোবল প্রয়োজন। কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করি তরুণ যুবসমাজ নেশায় আসক্ত। কেউ মাদকাসক্ত কেউবা মোবাইলে আসক্ত। আগামীর বাংলাদেশ গঠনে সকল তরুণদের সচেতন হতে হবে। মাদকের ভয়াল থাবা থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। নিজেদেরকে পরিশ্রমী ও দক্ষ করে তুলতে হবে। তবেই একটি সুন্দর বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা লক্ষ্যণীয় হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিভিল সার্জন হাদী জিয়াউদ্দিন আহমেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফ, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, ওয়ারিয়র্স অফ জুলাইয়ের আহ্বায়ক মাহফুজুর রহমান প্রমুখ।

চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের প্রভাষক আয়েশা আক্তার রিতার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার জেসমিন আরা, দৈনিক প্রথম আলো জেলা প্রতিনিধি শাহ আলম সনি, জুলাই যোদ্ধা হাসনা জাহান খুশবু এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *