স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা নেতারা। সোমবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম এবং দামুড়হুদা যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, আগামী নির্বাচন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। যদি সততার সঙ্গে চুয়াডাঙ্গায় একটি ফ্রি, ফেয়ার ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারি, তাহলে আমি সত্যিই সন্তুষ্ট হব। এ জন্য জেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা প্রয়োজন।
জেলা আমীর মো. রুহুল আমিন আগামীর নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের ক্ষেত্রে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।



