আলমডাঙ্গায় ডায়াবেটিস সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি ও ইসলামি ব্যাংক বাংলাদেশ পি এল সি আলমডাঙ্গা শাখার আয়োজনে ডায়াবেটিস সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল চারটায় ইসলামী ব্যাংক বাংলাদেশ আলমডাঙ্গা শাখায় সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ এর প্রতিপাদ্য “কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন। এ উপলক্ষে ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের মাঝে সচেতনতা তৈরি করতে এ আয়োজন করা হয়।

আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রহমান মুকুল এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও আলমডাঙ্গা শাখার প্রধান তকিয়ার রহমান।প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন।

          ডা আব্দুল্লাহ আল মামুন বলেন বর্তমান ডায়াবেটিস মহামারীর আকার ধারন করেছে। আমরা যারা দীর্ঘ সময় অফিস করি তাদের সচেতন হওয়া প্রয়োজন। নিয়মিত রক্তের গ্লুকোজ মাপা সহ নিয়মিত শরীরচর্চা করা,পরিমিত খাদ্যাভাস ও দুশ্চিন্তা মুক্ত জীবন-যাপন করার চেষ্টা করা উচিত।

প্রধান অতিথি বলেন কর্মক্ষেত্রে বা অফিসে সবাই কাজের পাশাপাশি যদি নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া যায় তাহলে অনেক জটিল সমস্যা এড়ানো সম্ভব। সভাপতি রহমান মুকুল ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সকলের একসাথে কাজ করার আহবান জানান।

          ব্যাংকের ফাস্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও আলমডাঙ্গা শাখার ম্যানেজার অপারেশন  মোঃ সামছুল আলম এর পরিচালনায় এ-সময়  আরো উপস্থিত ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ হাবিব হাসান,কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, কর্মকর্তা মোঃ আকুব্বার আলী,মোঃ আমির হোসেন,মোঃ সোহেল রানা সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী গন উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *