স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মো. রুহুল আমিন দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর গ্রামে ব্যাপক গণসংযোগ করেছেন। সোমবার রাত ৮টার দিকে তিনি স্টেশনপাড়া সংলগ্ন বাজার, নোয়াখালীপাড়া, মাঠপাড়া এবং দাসপাড়া এলাকায় গণসংযোগ করেন এবং পরে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় রুহুল আমিন বলেন, আমরা আপনাদের কাছে এসেছি একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সোনার বাংলা গড়তে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা একটি ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গড়তে চাই। আগামী নির্বাচনের মাধ্যমে দেশে প্রকৃত ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। তাই দাঁড়িপাল্লা মার্কায় আপনাদের মূল্যবান ভোট কামনা করছি।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী, উপজেলা সেক্রেটারি আবেদুদ্দৌলা টিটোন, উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, হাউলী ইউনিয়ন আমীর ওবায়দুল হক, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল গাফফার, সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম টিক্কা, যুব বিভাগের সভাপতি ইসমাঈল হোসেন, উলামা বিভাগের সভাপতি ইয়াসিন আরাফতসহ আরও অনেকে।



