শংকরচন্দ্র ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরোজগঞ্জ  প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলা শংকরচন্দ্র ইউনিয়নের ৮/৯ ওয়ার্ডের বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধা ৬ টার দিকে যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদ্রাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বি এনপির সভাপতি নজরুল ইসলাম নজু। তিনি বলেন— “দলকে আরও সুসংগঠিত করতে আমাদের তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ধৈর্য, শৃঙ্খলা ও সাহস নিয়ে একসাথে কাজ করতে হবে। শংকরচন্দ্র ইউনিয়নের নেতাকর্মীরা যে উদ্দীপনা দেখিয়েছেন, তা আমাদের আন্দোলনকে আরও এগিয়ে নেবে।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বি এনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এম আর মুকুল, সদর উপজেলার বি এনপির যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুল হক, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শংকরচন্দ্র ইউনিয়ন বি এনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দীন রুবেল, সহ সভাপতি আব্দুল কাদের মাষ্টার, সহ সভাপতি রুহুল কবীর, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলী, ৮নং ওয়ার্ড বি এনপির সাধারণ সম্পাদক মানোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড বি এনপির সভাপতি বাকু হোসেন, যুবনেতা ফয়সাল আহমেদ, শফিকুল ইসলাম, রাজন হোসেন, রিয়াজ আহমেদ, ছানু প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *