ঝিনাইদহ অফিস
ঝিনাইদহ সদরের ধনঞ্জয়পুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু-পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয় তিনটি বাড়ি। বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত থেমে থেমে চলে এ সংঘর্ষ। আহতদের মধ্যে দুইজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন বিএনপি নেতা জাহিদ বিশ্বাস এবং সাহাবুর মোল্লা সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এই গ্রুপের সমর্থকদের মধ্যে কয়েকদিন আগে গ্রামটিতে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেই ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা কে কেন্দ্র করে আজ সকালে উভয় গ্রুপের সমর্থকরা আবারো দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন আহত হয়, ভাঙচুর করা হয় উভয় পক্ষের তিনটি বাড়ি।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সামাজিক আধিপত্য বিস্তারের জেরে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি, থানায় মামলা হয়নি।



