মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তেঁতুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং মেহেরপুর-২ (গাংনী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. রবিউল ইসলাম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আব্দুর রহমান, গাংনী পৌর জামায়াতের আমির আহসানুল হক, পৌর রাজনৈতিক সেক্রেটারি জিল্লুর রহমানসহ জামায়াত ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সমাবেশে তেঁতুলবাড়িয়া ইউনিয়নের বিএনপিসহ বিভিন্ন দলের ৩০০ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। স্থানীয় নেতারা নতুন সদস্যদের স্বাগত জানিয়ে সংগঠনের কর্মসূচি ও আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান।



